বাগেরহাট জলবায়ূ পরিবর্তন ও নারী স্বাস্হ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে সকালে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন । সভায় জলবায়ূ পরিবর্তন জনিত প্রভাবে নারীরা সামাজিক, পারিবারিক, বাল্যবিবাহ,প্রাকৃতিক দুর্যোগ সহ ব্যাপক স্বাস্হ্য ঝুঁকির বিষয় নিয়ে একটা কী নোট প্রেজেন্টেশন করা হয় এবং এই সমস্যা থেকে উত্তরনের জন্য সকলকে একযোগে করনীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বেসরকারী সংস্হা বাদাবন সংঘ এর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অরবিন্দ বিশ্বাস এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ বিভাগের বাগেরহাটের উপপরিচালক শঙকর কুমার মজুমদার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক,জেলা সমাজ সেবা বিষয়ক কর্মকর্তা, জেলা দূর্যোগ ব্যাবস্হাপনা বিষয়ক কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রানী সম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা, নারী নেত্রী, এনজিও কর্মী, শিক্ষার্থী ও ভুক্তভোগীরা এতে অংশ নেয়।#SK