বাগেরহাট উপজেলা প্রেসক্লাব মানবিক উদ্যোগ নিয়ে শহরে কর্মরত পত্রিকা হকারদের মাঝে জেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল বিতরণ করেছে।
প্রেসক্লাবের রেল রোডস্থ কার্যালয়ে
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাবে আয়োজিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার। প্রেসক্লাবের
সভাপতি মাসুম হাওলাদার বলেন, পত্রিকা হকাররা কাক ডাকা ভোর থেকে পত্রিকা সংগ্রহ করে মানুষের হাতে পৌঁছে দেয়। প্রতিদিন সকালে তারা নিরলসভাবে কাজ করেন, কিন্তু তাদের কষ্টের কথা আমরা কমই ভাবি। এই ছোট উদ্যোগ তাদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, অর্থ সম্পাদক তানভীর সোহেল, ক্রীড়া সম্পাদক খান মাহবুবুর রহমান বাদল, নির্বাহী সদস্য সঞ্জীব দাস, তিশা খানমসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।অর্থ সম্পাদক তানভীর সোহেল
এ সময় বলেন, পত্রিকা হকাররা আমাদের সংবাদ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়, কিন্তু কেউ তাদের পাশে দাঁড়ায় না। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি ছোট উদ্যোগ।
প্রেসক্লাবের
নেতৃবৃন্দ জানান, শীতের কষ্ট লাঘবে তাদের এই উদ্যোগ চলমান থাকবে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।
কম্বল পেয়ে হকাররা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান।##