January 7, 2025, 3:58 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভায় তীব্র নিন্দা প্রকাশ।উত্তাল

স্টাফ রিপোর্টার : 58 বার
আপডেট সময় : রবিবার, জানুয়ারি ৫, ২০২৫

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের রেল রোডস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা দায়ের এবং সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহত হওয়ার ঘটনা নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজাদ রশিদী। সভায় নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, অর্থ সম্পাদক তানভীর সোহেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক খান মাহবুবুর রহমান বাদল, নির্বাহী সদস্য বকতিয়ার হোসেন (ডালিম), তিশা খানমসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com