: বাগেরহাট সদর উপজেলা পরিষদের পুনঃ নির্বাচিত চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বাগেরহাট জেলা, সদর ও পৌর শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। ৭ জুন শুক্রবার রাতে ঐক্য পরিষদের নেতারা রেল রোডস্থ বাগেরহাট আওয়ামীলীগ কার্যালয়ে এসে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। চেয়ারম্যান ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। সেই সাথে বরাবরের ন্যায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। অনুষ্ঠানে ঐক্য পরিষদের বাগেরহাট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব প্রদীপ বসু সন্তু, মোহন লাল হালদার, থানা কমিটির আহবায়ক স্বপন কুমার বসু, সদস্য সচিব বিকাশ চন্দ্র দাস, পৌর কমিটির সদস্য সচিব কল্লোল সরকার, এ্যাড. ঝর্না রানী হালদার, সুশান্ত দাস সাহেব, মানিক, জয়ন্ত, আশীষ প্রমূখ উপস্থিত ছিলেন।