নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে পরিচালিত আদর্শ নূরানী মাদরাসা, শহরে আমলাপাড়া, বাগেরহাট এর বার্ষিক পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার( ৩১শে ডিসেম্বর) সকাল ৯টায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়। উক্ত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি জাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন। এছাড়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মফিজুল ইসলাম, শিক্ষা সচিব মাষ্টার রিয়াজুল ইসলাম, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার ও অর্থ সম্পাদক তানভীর সোহেলসহ অনেক গুণীজন ও শিক্ষিত ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি ছাত্র ছাত্রীদের মেধা তালিকা অনুযায়ী পুরস্কার প্রদান করা হয়।
এ বছর নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় আদর্শ নূরানী মাদরাসার ছাত্রী মোসাম্মৎ মুশফিকা ইসলাম মোবাশ্বিরা অসাধারণ ফলাফল করেছে। সারা দেশের মধ্যে ৮৯৭ নম্বর পেয়ে তৃতীয় শ্রেণির সনদ পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেছে সে। মুশফিকা ইসলাম মোবাশ্বিরার এই সাফল্যে মাদরাসার শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়।
উল্লেখ্য, মুশফিকার পিতা হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন দড়াটানা ব্রিজ রোড, বাগেরহাটের একজন প্রখ্যাত আলেম। তার মেয়ে দেশের মধ্যে এমন সাফল্য অর্জন করায় তার পরিবারের পাশাপাশি মাদরাসার সুনামও বৃদ্ধি পেয়েছে।
এ বছর তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় পরীক্ষায় মোট ৭,২৭,৭১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।