ডেভিল হান্ট অভিযান
বাগেরহাটে ২৪ ঘন্টায় আওয়ামী ও যুবলীগ
লীগের নেতাসহ ২৩ জন গ্রেফতার
মাসুম হাওলাদার বাগেরহাট ।
অন্তঃবর্তিকালীন সরকার ঘোষিত ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘন্টায়
বাগেরহাট জেলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাসহ আরো ২৩ জন
গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার
বিভিন্ন থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক কাজী
মোঃ শহিদুজ্জামান বুধবার বিকেলে জানান, বিভিন্ন এলাকায়
অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২৩ জনকে
গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ডেভিল হান্ট অভিযানে গত ১৯ দিনে
বাগেরহাট জেলায় মোট ২৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী
সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছে বলে জানা গেছে। আর
এ অভিযান অব্যাহত আছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। #