বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
বাগেরহাটে ২শত ৫৯জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা
হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে জেলা পরিষদের অডিটরিয়ামে জেলা
পরিষদের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা প্রশাসক করেন মোঃ কামরুল হাসান। উক্ত
সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান
নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি।
এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ
হাবিবুর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান, স্থানীয়
সরকার বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ফকরুল হাসান, জেলা শিক্ষা অফিসার
এস,এম,ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আকতার,
প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
মূর্খ সমন্বয়ক আব্দুল আল রুমান।
অনুষ্ঠানে জেলার ৯ উপজেলায় এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৪৮ জন
মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে দেওয়া হয়। সরকারি
বিশ্ববিদ্যাল/ মেডিকেল কলেজে ২৪ সালে ভর্তির সুযোগপ্রাপ্ত বাছাইকৃত ১১ জন
শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।