বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ এর নির্দেশনায়,,বাগেরহাট জেলা শহরতলীর গোবরদিয়া মারিয়া পল্লী এলাকা থেকে পুলিশ
প্রায় ১০ কেজি গাজাসহ কবির হাওলাদার (৩০) নামের একজন মাদক
বিক্রেতাকে গ্রেফতার করেছে। গোপন খবরের ভিত্তিতে বাগেরহাট সদর
মডেল থানার ভারপ্রাপ্ত ওসি এসআই গৌতম কুমার মন্ডল সঙ্গীয় অফিসার
ও ফোর্স নিয়ে শনিবার বেলা আড়াইটার দিকে গোবরদিয়া এলাকার
জনৈক শফিকুল ইসলামের মুদিদোকানের পাশ থেকে কবির হাওলাদার কে
গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাজা
উদ্ধারপুর্বক জব্দ করা হয়। গ্রেফতার কবির হাওলাদার জেলা কচুয়া উপজেলার
মাদারতলা গ্রামের মৃত জেহের আলী হাওলাদারের ছেলে। থানার ভারপ্রাপ্ত ওসি
গৌতম মন্ডল জানান, গোবর দিয়া এলাকায় একজন মাদক বিক্রেতা
মাদকের একটি চালান নিয়ে অবস্থান নিয়েছে এমন খবর গোপনে পেয়ে
পুলিশ সুপার কে জানানো হয়। পরে পুলিশ সুপারের নির্দেশনায় আমি
নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বেলা আড়াইটার দিকে ওই
এলাকায় অভিযান চালিয়ে কবির হাওলাদার কে গ্রেফতার করি এবং তার
হেফাজত থেকে সাড়ে ৯ কেজি গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ
বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা করা
হয়েছে।#