চাঞ্চল্যকর ৫ আগস্ট ২০২৪ উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের প্রবীন শিক্ষককে নৃশংসভাবে হত্যা ও
স্ত্রী-কন্যাকে মারত্মকভাবে জখম এবং বাড়ীর মালামাল লুটের মামলার
প্রধান আসামী জনি শেখ(২০) কে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬।
গোঁপন খবরের ভিত্তিতে র্যাবের সদস্যরা সোমবার দিনগত গভীর রাতে
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর বাসষ্ট্যান্ড এলাকা তাকে
গ্রেফতার করা হয়। জনি শেখ ফকিরহাট উপজেলার ছোট পাইকপাড়া
গ্রামের বাসিন্দা। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার
দুপুরে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, বাগেরহাট সদর উপজেলার
মধুদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃনাল কান্তি চ্যাটাজি
(৬৫) কে তার গ্রামের বাড়ী সদরের রাখালগাছি এলাকায় গত ৫ আগষ্ট
সন্ধ্যায় নৃশংসভাবে হত্যা করা হয়।
দেশের উদ্বুত পরিস্থিতির সুযোগ নিয়ে স্থানীয় লুটেরা প্রবীন এই শিক্ষক কে হত্যাসহ তার স্ত্রী-
সন্তানদের আহত করে এবং বাড়ী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহত
শিক্ষকের স্ত্রী বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা
করেন।
এ ঘটনার ছায়া তদন্ত করতে গিয়ে খুলনা র্যাব-৬ এর সদস্যরা
গোঁপন খবরে জানতে পারে নৃসংশ এ ঘটনার প্রধান আসামী জনি
ফকিরহাট উপজেলার লখপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। সে খবর
অনুযায়ী সোমবার দিনগত রাত আড়াইটার দিকে র্যাবের একটি
আভিযানিক দল অভিযান চালিয়ে জনি কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য
বাগেরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।ad