বাগেরহাটে ২৫০ শয্যা হাসপাতালের সভাকক্ষে হাসপাতালের সেবার মানোন্নয়নের লক্ষ্যে করণীয় শীর্ষক সভা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর') ২৫০ শয্যা জেলা হাসপাতাল-এ বাংলাদেশ হেলথ ওয়াচ এর সহযোগিতায় ও রূপান্তরের ও জেলা স্বাস্থ্য অধিকার ফরমের আয়েজনে স্বাস্থ্যসেবার মানন্নোয়নে আমাদের করনীয় শীষক হাসপাতালের অংশীজনের সাথে সভা অনুষ্টিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ অসীম কুমার সমাদ্দার।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিএইচডাবøু প্রকল্পের ফোকাল পাসন শিল্পী আক্তার। এসময় উপস্থিত ছিলেন ডাঃ শেখ আবেদা সুলতা, ডাঃ এস এম জব্বার, ডাঃ অপূর্ব মন্ডল, সমাজসেবা অফিসার প্রবির কুমার রায়, নুসরাত জাহান, সেবা দানকারী প্রতিষ্ঠান, সেবা গ্রহীতা, সুধীজন, সাংবাদিক, জেলা যুব ফোরাম সদস্যরা।
সভায় হাসপাতালের সেবা সম্পর্কিত বিষয়ে সেবাগ্রহীতদের মতামত ও সুপারিশসমূহ তুলে ধরা হয় এবং সুপারিশের আলোকে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। rj