বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী-পুরুষের সমতা এই প্রতিপাদ্যকে
সামনেরেখে বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক
পক্ষ পালন সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখা
সাধারন সম্পাদক রিজিয়া পারভীনের সঞ্চলনায় অনুষ্ঠিত পক্ষ পালন সভায় সভাপতিত্ব
করেন বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখা সিনিয়ার সহ সভাপতি
জাহানারা খানম।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকলে বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা কার্যালয়ে এ
সাংগঠনিক পক্ষের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা
করেন সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোঃ
মোজাফ্ফর হোসেন। সভায় প্রধান বক্তাহিসাবে বক্তৃতা করেন সামাজিক
অনাচার প্রতিরোধ কমিটির সাবেক চেয়ারম্যান প্রফেসার চৌধুরী আব্দুর রব।
এসময় অন্যান্যদেও মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখা
সহ সভাপতি তহমিনা মিনু, তহুরা হোসেন, ফরিদা রহমান, মোল্লা নাদিরা
আকরাম। এ সভায় অংশ গ্রহন করেন সহ মহিলা পরিষদের নির্বাহী কমিটির সদস্য,
পাড়াকমিটি, তরুণীসদস্যরা। প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশে সংগঠনকে
সংহত ও সংগঠনের শক্তি বৃদ্ধি করা এবং সংগঠনের কার্যক্রম বিস্তৃতির লক্ষ্যে গত
১৮ই অক্টোবর থেকে আগামী ৩১শে অক্টোবর সাংগঠনিক পক্ষ পালনের কর্মসূচী
গ্রহণ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি।