বাগেরহাটে সফল মতস্য চাষিদের মনোনয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত।
বুধবার (৫ মার্চ ) দুপুর ১ টায় বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় মতস্য পদক ২০২৫ মনোনয়ন চুড়ান্ত ও নিহত ও অক্ষম জেলেদের আর্থিক সহায়তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।জেলা মতস্য কর্মকর্তা এ এস এম রাসেলের সভাপতিত্বে
সভায় জাতীয় মতস্য পদক ২০২৫ প্রার্থী মনোনয়ন যাচাই-বাছাই অনুমোদনের জন্য বাগেরহাট কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের খান শহিদুজ্জামান মিল্টন, মোংলা উপজেলার চিলা গাববুনিয়া গ্রামের হুমায়ুন কবির, রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের অহিদুজ্জামান পাটোয়ারী, ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া গ্রামের আশিকুর রহমান এই চারজনের নাম মতস্য চাষে সফল হওয়ায় সর্বসম্মতিক্রমে ঢাকায় তালিকা প্রেরনের সিদ্ধান্ত গৃহীত হয়।এ ছাড়া কচুয়া উপজেলার ভাষা বগা গ্রামের শতাধিক নিহত জেলেদের আর্থিক সহায়তায় সরকারি নীতিমালায় সুপারিশ সংযুক্ত করে যাতে অনুমোদন লাভ করে এবং অসহায় নিহত জেলে পরিবার গুলো আর্থিক অসচ্ছলতা থেকে মুক্তি পায় এ বিষয়ে বক্তারা আলোকপাত করেন।
সভায় উপস্তিত ছিলেন বাগেরহাট মতস্য গবেষণা কেন্দ্রের মুখ্য ব্যবস্থাপক ডক্টর তানভীর, জেলা শিক্ষা অফিসার ছায়েদুর রহমান, গোয়েন্দা সংস্থার ডি আই -২ কুমকুম নাজমুন নাহার,উপজেলা মতস্য অফিসার মোঃ ফেরদৌস আনসারী,বাসস জেলা প্রতিনিধি আজাদ রুহুল আমিন।azr