বাগেরহাটেসন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি মেম্বার ও সাবকে বিএনপি নেতা সজীব তরফদার নিহত হয়েছে। নিহত সজীব সদরের ডেমা ইউনিয়নের সিদ্দিকত রফদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, দুপুরে বাগেরহাট জেলা শহর থেকে গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগেফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুরমধ্যপাড়ামসজিদের সামনেএলে সজিবকে লক্ষ্য করে প্রথমে দুইটি গুলিকরে এরপরে রামদা দিয়েকুপিয়েপালিয়েযায়। এতে ঘটনাস্থলে সজিবের মৃত্যুহয়। নিহতসজিবের সাথে থাকা কামালকে গুলিবিদ্ধ অবস্থায়খুলনা মেডিকেলহাসপাতালেভর্তি করাহয়েছে।
খবর পেয়েঘটনাস্থলে এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে। এরপর সেনাবাহিনী ও পুলিশ হাজির হয়ে হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্তশুরু করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান,জানান এ ব্যাপারেকিছুইজানাযায়নি।তবে পুলিশতদন্তশুরুকরেছে।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, আমি ঘঠনা শোনার পর ঘঠনাস্থল পরিদর্শনকরেছি। আমি সাধারন লোকদের সাথে কথাবলেছি। কিকারনে এই হত্যা কান্ডের ঘঠনা ঘটেছে তাতদন্তকরেবলতে পারবএবং দ্রæতসময়েরমধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করাহবে। ইতিমধ্যে মৃতদেহের উদ্ধারকরেমর্গে প্রেরণকরা হয়েছে। এ বিষয়ে মামলারপ্রস্তুতিচলছেবলেওজানানপুলিশের এই কর্মকর্তা। rj