ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট’র ইয়েস গ্রæপ ০৯ সেপ্টেম্বর ২০২৪ সকাল সাড়ে ৯টা হতে বেলা ১টা পর্যন্ত বাগেরহাট সদর হাসপাতালের সেবা সম্পর্কিত তথ্য প্রচার ও সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট সদর হাসপাতাল চত্বরে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা করে। ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক এর মাধ্যমে বাগেরহাট সদর হাসপাতালের সেবাসম্পর্কিত ভাঁজপত্র আগত রোগী ও দর্শনার্থীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় সেবাগ্রহীতাগণ হাসপাতালের সেবা সম্পর্কে তাদের মন্তব্য প্রদান করেন। ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনায় অংশগ্রহণ করেন ইয়েস দলনেতা মো: মাহমুদ হাসান ছাকিব, সহ-দলনেতা নুরানী আক্তার মিতু, সদস্য রনি মাহমুদ, শারমিন আক্তার, শেখ আবু তালেব, সজিব মিনা, শেখ রাজু, মো: রেদওয়ানুল ইসলাম, তীর্থ দাস, অমিত কুমার রায়, ঝুমুর আক্তার, এসিজি সদস্য শারমিন আক্তার প্রিয়া, রেহেনা পারভীন, ফাতেমা আক্তার, ইসরাফিল সরদার প্রমুখ।