রাষ্ট্রেরর ¯^চ্চতা, জবাবতিহিতা নিশ্চিত করতে রাজনীতিতে যুবদের ভুমিকা ও
বাধা নিরুপনে করনীয় বিষয় নিয়ে সংবাদ কর্মীদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত
হয়েছে।
সিএফএলআই ও কানাডিয়ান হাই কমিশনের সহযোগিতায় বাগেরহাটের বেসরকারী উন্নয়ন
সংস্থা ওয়াদার আয়োজনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ধানসিড়ি
রেষ্টুরেন্ট মিলনায়তনে এ কর্মশালাটি সম্পন্ন করা হয়। কর্মশালায় প্রধান
অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ দেবনাথ।
জেলা পর্যায়ে কর্মরত সংবাদ কর্মীদের সমš^য়ের এ কর্মশালায় উপস্থিত হয়ে
শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাডিয়ান হাই কমিশনের ফাষ্ট সেক্রেটারী মি,
মারকাস ডেভিস।
বিশেষ অতিথির বক্তব্য দেন যুব-উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল
কাদের। দোভাষী হিসাবে বক্তব্য দেন সিএফএলআই এর প্রতিনিধি সামিয়া করিম।
সংবাদ কর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক
তরফদার রবিউল ইসলাম। কর্মশালাটি সার্বিকভাবে পরিচালনা করেন ওয়াদার
প্রজেক্ট কো-অর্ডিনেটর ও ফোকাল পার্সন মো: আল-আমীন সরদার।
সংবাদ কর্মীদের নিয়ে এই প্রথম একটি কর্মশালা করতে পারার প্রতিক্রিয়া
ব্যক্ত করে এবং ওয়াদার কর্মকাজ নিয়ে ¯^াগত বক্তব্যে নিলুফা আক্তার ইতি
বলেন, রাজনীতি, সমাজ সংস্কারসহ বেকারত্ব দুর করনে ওয়াদা বাগেরহাট সদর
উপজেলার ৯০০ যুবদের নিয়ে কাজ করছে। বিগত সময়ে সুযোগ না থাকায় সংবাদ
কর্মীদের নিয়ে এ ধরনের উদ্যোগ নিতে পারি নাই। তাই সুযোগ এসেছে এখন সকল কে
নিয়ে কাজ করতে পারব।#