বাগেরহাট জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক
লিভার সিরোসিসে আক্রান্ত বুলবুলের চিকিৎসার জন্য আর্থিক
সহায়তা প্রদান করেছেন দলীয় নেতা কর্মীরা। জেলা বিএনপির আহবায়ক
এটিএম আকরাম হোসেন তালিমের নিদের্শনায় বাগেরহাট সদর
উপজেলার বেমরতা ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাড়ীতে গিয়ে গত
শুক্রবার বুলবুল কে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা শ্রমিক দল
নেতা মোজাফ্ফর হোসেন মোজা, এস কে সুমন, বাহাদুল সিকদার,
শওকাত আলী পিঞ্জু সেখ, রাজু আহম্মেদ, সবুর সেখ, পলাশ শেখ বেমরতা
ইউনিয়ন বিএনপির সভাপতি পদ প্রার্থী মেহেদী হাসান ও সাধারন
সম্পাদক প্রার্থী শেখ মোফাস্সেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ রোগাক্রান্ত বুলবুলের আশু রোগ মুক্তি কামনা
করেন এবং দলের আরো ধর্নাঢ্য নেতৃবৃন্দের হন্তক্ষেপ কামনা করেন।#