বাগেরহাট সাবেক যুবদল নেতা শেখ লিটনের ২০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) জুম্মাবাদ সরুই মাদ্রাসা সংলগ্ন মসজিদে বন্ধু মহলের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, কেন্দ্রীয় বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, নাসির আহমেদ মালেক, সর্দার লিয়াকত হোসেন, জেলা যুবদল নেতা মেহেবুবুল হক কিশোর, মাহাবুবুর রহমান টুটুল,শেখ শমসের আলী মোহন, মিনা মারুফুজ্জামান রনি, মইন আহমেদ, রফিকুল ইসলাম হাদিউজ্জামান হিরো
খাদেম নিয়ামুল নাসির আলাপসহ জেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ , অত্র মাদ্রাসার শিক্ষক , শিক্ষার্থী ও মসজিদের মুসল্লীগন মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহন করে। এ সময় যুবদল নেতা শেখ লিটনের ২০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
শেখ লিটন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর যুবদলের সভাপতি ও ছাত্রদলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ar-