বাগেরহাট সদর উপজেলার বিষ্নুপুর ইউনিয়নের ১২৫ নং কু-কোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষ্যে পুনর্মিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোম ও মঙ্গলবার দুদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। ইউনিয়নের ১২৫ নং কু-কোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সভাপতি আ: জব্বার দর্জীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী, বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইদুর রহমান, জেলা যুব লীগের সহ সভাপতি ও উপজেলা যুবলীগের আহবায়ক লিটন সরকার, বিষ্নুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম ডি মাসুদ রানাসহ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহব্বত হোসেন, মল্লিক বাসারাত আলী, মোখলেছুর রহমান, খান মকবুল হোসেন প্রমুখ। শতবর্ষ পালন উপলক্ষ্যে একটি ‘সপ্নীল’ স্মরনিকা প্রকাশ করা হয়। ১৯২২ সালে সুধীর কুমার ঘোষ এলাকার শিক্ষানুরীগীদের নিয়ে বিদ্যালয়টি স্থাপন করেন।