কোটা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধা সম্পর্কে কটুক্তি ও ধৃষ্টতাপূর্ণ সেøাগানের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলার সকল উপজেলা থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে জড়ো হয়। পরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাদের এ প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয়। এ সময় বক্তব্য দেন,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি শেখ শাহিনুল আলম সানা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত হোসেন,ডিপুটি কমান্ডার ডক্তার আব্দুল রাজ্জাক,বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক মীর ,বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদারসহ সন্তান কমান্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা বলেন, দেশ স্বাধীনের জন্য মুক্তিযোদ্ধারাই প্রাণ দিয়েছিল। আজ সেই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা কটুক্তি করছে তারা দেশদ্রোহী। একটি অপশক্তি দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে আজ রাজপথে নেমেছে। মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে উচ্চ আদালত যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব।#az