বাগেরহাট জেলা সদরে পৃথক ঘটনায় একজন ইউপি সদস্যের বাড়ী লুট ও সাবেক একজন সেনা সদস্যের নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে। ঘটনাসুত্রে জানা গেছে, সোমবার রাতে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বর স্থানীয় কোড়ামারা গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাবেক ইউপি মেম্বর মোঃ আবুল কালাম আজাদের বাড়ীতে কেহ না থাকার সুযোগে দুবৃর্ত্তরা ঘরের জানালা ভেঙ্গে প্রবেশ করে বাড়ীর মুল্যবান সকল মালামাল নিয়ে যায়। পরের দিনে দুপুরে বিষয়টি জানাজানি হয়। মুক্তিযোদ্ধার পুত্র বর্তমান ওই ওয়ার্ডের ইউপি মেম্বর আজমল হোসেন বলেন, তার পিতা মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ অসুস্থ্য থাকায় তাকে নিয়ে বাড়ী সকলেই ঢাকায় হাসপাতালে অবস্থান নেয়ায় সোমবার গভীর রাতের যে কোন সময় দুবৃর্ত্তরা তাদের বাড়ীতে হানা দিয়ে লুট করে নিয়ে যায়। বাড়ীতে না এসে ক্ষতির পরিমান নিরুপন করা যাচ্ছে না। এদিকে , সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ক্লাবের মোড়ে রবিবার রাত ১০ টার দিকে শেখ মোজাফ্ফর হোসেন নামের একজন অবসর প্রাপ্ত সেনা সদস্যের কাছ প্রায় অর্ধলক্ষ টাকা ও ৫ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। তিনি ওই সময় গোটাপাড়া স্কুলের সামনের নিজের মুদির দোকান থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা ও ব্যবসায়িক ৫ টি মোবাইল ফোন নিয়ে বাসায় ফিরছিলেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোজাফ্ফর হোসেন এ প্রতিবেদক কে বলেন, প্রতিদিনের ন্যায় রবিবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে দিনের ব্যবাসায়িক (বিকাশ-নগদ এজেন্ট) নগদ টাকা ও ব্যবসায় ব্যবহ্নত ৫ টি মোবাইল ফোন একটি ব্যাগে নিয়ে বাড়ীর উদ্ধেশ্যে রওনা হই। পথিমধ্যে ক্লাবের মোড় এলাকায় গেলে একটি মটর সাইকেলে হেলমেট পরা দুজন ছিনতাইকারী এসে আমার ব্যগটি নিয়ে মটরসাইকেল যোগে চলে যায়। এ ঘটনায় পরের দিনে বাগেরহাট সদর মডেল থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, বিষ্ণুপুর এলাকার আজমল মেম্বরের বাড়ীতে লুট বা চুরির ঘটনায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আর সাবেক সেনা সদস্যের মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় জিডি এন্ট্রি করা হয়েছে। বিষয়টি তদন্ত চলমান রয়েছে।#az