বাগেরহাটের ফকিরহাটে দলবদ্ধভাবে অবৈধ মাদক সেবন ও বেচা-কেনা চলছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ পেয়ে ফকিরহাট থানা পুলিশ শনিবার রাতে আকস্মিক অভিযান চালিয়ে মাদক সেবনকালে দলবব্ধ ১১ তরুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো আতাউর রহমান ওরফে শেখ সোহান (২৬), মোঃ নাহিদুল মোল্লা (১৯), মোঃ তরিকুল সরদার (২২), শেখ রিয়াদ হোসেন (২২), মোঃ মিরাজুল ইসলাম (২২), মোঃ সাব্বির হোসেন (২১), রেজওয়ান আহম্মদ (২০), আসিফ শিকদার (২১), মোঃ মুস্তাকিন শেখ (২১), মোঃ হৃদয় হাওলাদার (২০), শেখ রাজিন হোসেন হৃদয় (২৬)। গ্রেপ্তারকৃতরা উপজেলার পাগলা-শ্যামনগর এবং পাগলা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই অনুপ রায় এবং এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের একটি দল উপজেলার বনফুল স্কুল মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবনের অভিযোগে ১১জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় এদের তিনজনের নিকট থেকে ৪৫গ্রাম গাজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।#
az