বাগেরহাটের ফকিরহাট উপজেলার তেকাঠিয়া এলাকার একটি মাছের ঘেরের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মোঃ দ্বীন ইসলাম (৩০) নামের একজন ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে তেকাঠিয়া এলাকার মোঃ বাচ্চু মল্লিকের মৎস্য ঘেরের ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। নিহত মোঃ দ্বীন ইসলাম শুভদিয়া ইউনিয়নের মোঃ আঃ রহমান গোলদারের ছেলে। পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, এদিন সকালে স্থানীয়রা ওই ঘেরের ঘরে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে। পরে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম জানান, পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। আর ময়না তদন্ত প্রতিবেদন আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তার কারন সঠিকভাবে জানা যাবে।#az