বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। জাতীয়
পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা হয়। শহীদ স্মৃতি স্তম্ভে বীর
শহীদদের শ্রদ্ধা নিবেদন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভাসহ নানা
কর্মসূচি পালন করে জেলা প্রশাসন। সোমবার +১৬ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট শহরের জেলা
পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যুব ও তরুণ সমাজ আশার আলো জাগিয়ে
রেখেছে। তাদের মধ্যে রয়েছে সম্ভবনার শক্তি। বিজয় দিবসে নতুন বাংলাদেশ গড়ার
প্রত্যয় গ্রহণ করতে হবে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে
স্বাধীন সার্বভৌম মানচিত্র আমরা পেয়েছি। শহীদদের এই আতœত্যাগ আমরা
বৃথা যেতে দিতে পারিনা। তাই নতুন বাংলাদেশ বিনির্মানে সকলের সম্মিলিত
প্রচেষ্টায় দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান,বাগেরহাট জেলা
পুলিশ সুপার তৌহিদুল আরিফ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট
জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল
করিম, সেক্রেটারী ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মহান বিজয় দিবস উপলক্ষে দুপুরে জেলা কারাগার, হাসপাতাল, এতিমখানায়
উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জেলার সকল উপজেলাগুলোতেও বিজয় দিবসে
নানা কর্মসূচি পালিত হয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা
হয়েছে। ap