মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর অর্থ্যাৎ ঘরির কাটায় ১২টা বাজার সাথে সাথে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন শহীদ মিনারে আগতরা। এর পরেই একে একে শহীদ মিনারের বেদিতে বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ, বাগেরহাট জেলা পরিষদ, বাগেরহাট পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ, সরকারি পিসি কলেজ, গনপূর্ত বিভাগ, বাগেরহাট সড়ক বিভাগ, এলজিএইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট প্রেসক্লাব, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখা,বাগেরহাট উপজেলা প্রেসক্লাব,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা,আওয়ামী মৎস্যজীবী লীগ বাগেরহাট জেলা শাখা,
সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। এর পরেই ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধায় শত শত পুস্পমালায় ভরে যায় শহীদ মিনারের বেদি।"
এ সময় বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হাসান , বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান অতিরিক্ত জেলা প্রশাসক খন্দোকার হাফিজ আল আসাদ , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা আক্তার বানু লুচি,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ভুঁইয়া হেমায়েত উদ্দিন,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফকরুল আলম সাহেব,
সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, মীর ফজলে সাইদ ডাবলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান,
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকি, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস
বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউল রহমান মন্টু,,বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার,আওয়ামী মৎস্যজীবী লীগ বাগেরহাট জেলা শাখার সভাপতি আব্দুল সবুর,
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার ,সাধারণ সম্পাদক শিকদার রেজাউল কবির,সহ স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তি দলীয় নেতা কর্মীসহ হাজার হাজার লোক উপস্থিত ছিলেন।
sm,kb