বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর চাপাতলা এলাকায় ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। বাড়ীর পুকুরে মাছের পোনা ছাড়া নিয়ে চাচা-ভাতিজার কথাকাটাকাটির এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় ভাতিজা হুমাউন শেখ বাশের লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করে। এতে চাচা আজাহার আলী শেখ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে যাত্রাপুর বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়। এখানে অবস্থা বেগতিক দেখে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৯ টার দিকে আজাহার শেখ মারা যায়। এ ঘটনার সংবাদ পেয়ে রাতেই বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনার সাথে জড়িত হুমাউন শেখ ও তার মাতা মমতাজ বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানায়, চাপাতলা পুর্বপাড়া গ্রামের মৃত সায়েল উদ্দিন শেখের ছেলে আজাহার শেখ তার সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করেন। বাড়ীর জায়গা-জমি দেখাশোনার জন্য ২/৩ দিন আগে তিনি ঢাকা থেকে নিজ বাড়ীতে আসেন। সোমবার সন্ধ্যার দিকে বাড়ীর পুকুরে মাছের পোনা ছাড়া নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা বাশের লাঠি দিয়ে চাচাকে মাথায় আঘাত করলে সে মারা যায়। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান মঙ্গলবার সকালে জানান, সোমবার সন্ধ্যার দিকে সদর উপজেলার যাত্রাপুর চাপাতলা এলাকায় এ ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ওই এলাকায় যায়। আজাহার শেখ হত্যাকান্ডে জড়িত সন্দেহে ভাতিজা হুমাউন ও হুমাউনের মাতা মমতাজ বেগম কে আটক করে থানায় নিয়ে আসা হয়। আর লাশের ময়না তদন্ত করা ব্যবস্থা করা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে।#az