সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
Notice :

বাগেরহাটে বৃষ্টির প্রার্থনায় খোলা আকাশের নিচে নামাজ আদায় 

বাগেরহাট প্রতিনিধি / ৩০৫ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

বাগেরহাট: তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য বাগেরহাটের মোরেলগঞ্জে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন স্থানীয়রা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।মঙ্গলবার(২৩ এপ্রিল)  সকাল ৭টায় মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে খোলা আকাশের নিচে এ নামাজের আয়োজন করেন মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই টুপি মাথায় জায়নামাজ নিয়ে মাঠে জড়ো হন স্থানীয় মুসল্লিরা। নামাজে মোরেলগঞ্জ পৌরসভার তালুকদার মনিরুল হক সহ  বিভিন্ন এলাকার  ৫ শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন।

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা বাজার মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ আলী ।

নামাজের ইমাম মাওলানা মোহাম্মদ আলী বলেণ, অনাবৃষ্টি ও অতি তাপপ্রবাহের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এই অবস্থায় আল্লাহর সাহায্য ছাড়া আমরা নিরুপায়। তাই এই দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি লাভের আশায় আকাশের নিচে  মাঠে ইসতিসকার নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে।  নামাজ শেষে আমরা মহান আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করেছি।

আয়োজকরা জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই খুব কষ্টে আছেন। এজন্য তারা বৃষ্টির জন্য নামাজ পড়েছেন। বৃষ্টির দেখা নেই । নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। দিন যায় প্রতিদিনই তাপমাত্রা বাড়তে থাকে বাগেরহাটে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রা রেকর্ড করা হয়।#

ssn


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর