প্রতিবন্ধি মানুষদের সমন্বয়ে র্যালী ও উন্মুক্ত আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪ উযযাপন করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থ্যা এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাগেরহাট জেলা কার্য্যলয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে দিবসটি উযযাপন করা হয়। কর্মস্থলে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার এখনই সময় এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাট জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব। এডিডি’র ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ এহসানুল হকের পরিচালনায় এবং সংকল্প প্রতিবন্ধি সংস্থার সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনজিও সংস্থা উদয়ন বাংলাদেশের নির্বাহী প্রধান শেখ আসাদ। স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধি সংস্থার সাধারন সম্পাদক মোঃ ফিরোজ। মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় প্রতিবন্ধি মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত হন।#