জেলা প্রশাসন বাগেরহাট, জেলা সমাজসেবা কার্যালয়, বাগেরহাট ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বাগেরহাটের যৌথ আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস.এম. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান । বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক ।
বাগেরহাট শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার এস, এম, নাজমুছ সাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শামীম আহসান। এসময় উপস্থিত ছিলেন, ফজলে এলাহী মোস্তফা গিয়াসউদ্দিন , এ. টি. এম মাসুদ হোসাইন।
আলোচনা ও রেলি শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।