বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় চাঁদপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাহিদ (৩০) নামের একজন যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে নিজ ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত তাহিদ চাদপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। রামপাল থানার ওসি সোমেন দাশ জানান, চাঁদপুর উত্তরপাড়া গ্রামে তাহিদ নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার খবর পেয়ে রাতেই স্থানীয় ফয়লা পুলিশ ফাড়ির আইসি ওই বাড়ী পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। #az