বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ৪তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, মন্ত্রীপরিষদের সচিব মোঃ মাহবুব হোসেন। বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, বিশিষ্ট জনেরা, অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ।বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থীবৃন্দ সহ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা অভিভাবক ছাত্র ছাত্রী বৃন্দ সহ স্হানীয় সুধীজন।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় তিন কোটি টাকা ব্যায়ে এই ভবনটি নির্মান করা হয়েছে।।