বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ও
ইউপি সদস্য সজীব তরফদারকে গুলি করে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে দফায়
দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। এদিকে
বুধবার দুপুরে নিহত বিএনপি নেতা সজীবের ময়না তদন্ত বাগেরহাট
জেলা ২৫০ বেড হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। বিকাল ৫টায়
কাশিমপুর ফুটবল মাঠে নামাজে জানাজা শেষে ডেমায় পারিবারিক
কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় জেলা বিএনপি ও
জামায়াতের নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। মঙ্গলবার দুপুর
দুইটার দিকে বাগেরহাট শহর থেকে স্বেচ্ছাসেবক দলের সদস্য কামাল
হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ডেমায় গ্রামের বাড়ীতে
ফেরার পথে দশানী-রামপাল সড়কের মির্জাপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের
কাছে মসজিদের সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা
গতিরোধ করে বিএনপি নেতা সজীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এসময়ে
বিএনপি নেতার সহযাত্রী ডেমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য কামাল
হোসেন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ কামাল হোসেন এখন খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হত্যাকান্ডের পরপরই মঙ্গলবার সন্ধ্যা থেকে
উত্তাল হয়ে ওঠে বাগেরহাট। ওইদিন রাতে ও দুপুরে বাগেরহাট জেলা বিএনপির
সাবেক সভাপতি এমএ সালামের নেতৃত্বে জড়িত গডফাদার ও কিলিং মিশনে
অংশ নেয়া ঘাতকদের গ্রেফতার ও ফাঁির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও
প্রতিবাদ সমাবেশ করে। এদিকে হত্যাকান্ডের দুদিন অতিবাহিত হলেও পুলিশ
এই হত্যাকান্ডের সাথে জড়িত গডফাদার ও কিলিং মিশনে অংশ নেয়া কোন
ঘাতককে আটক করতে পারেনি। এ রির্পোট লেখা পযর্ন্ত হত্যাকান্ডের বিষয়ে
থানায় কোন মামলা হয়নি বলে জানয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মো. সাইদুর রহমান।
বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ : বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে বিএনপি
নেতা সজীব তরফদার হত্যাকান্ডের পরপরই মঙ্গলবার সন্ধ্যা থেকে উত্তাল হয়ে ওঠে
বাগেরহাট। ওইদিন রাতে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ
সালামের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করে বাগেরহাট প্রেসক্লাবের
সামনে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। বুধবার দুপুরে হত্যাকান্ডে জড়িত
গডফাদার ও কিলিং মিশনে অংশ নেয়া ঘাতকদের গ্রেফতারের দাবীতে শহরে
বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা
বিএনপি। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি
এমএ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি
নেতা শেখ মুজিবর রহমান, কামরুল ইসলাম গোরা, শেখ সাহেদ আলী রবি,
সৈয়দ নাসির আহম্মেদ মালেক, খাদেম নিয়ামূল নাসির আলাপ প্রমূখ। বক্তারা
হত্যাকান্ডে জড়িত গডফাদার ও ঘাতকদেরে অবিলম্বে গ্রেফতারের দাবী জানান ।
ময়না তদন্ত : বুধবার দুপুরে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতাল মর্গে
হত্যাকান্ডের শিকার সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির যুগ্ন
আহবায়ক ও ইউপি সদস্য সজীব তরফদারের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।
বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালের তত্ত¡াবধায়ক ড. অসিম কুমার সমদ্দার
জানান, মাথায় সটগানের একাধিক গুলিসহ বিএনপি নেতার শরীরের বিভিন্ন
স্থানে ধারালো আস্ত্রের আঘাতের চিহ্নি রয়েছে।
নামাজে জানাজা, দাফন : বুধবার বিকেল ৫টায় সদর উপজেলার ডেমা
ইউনিয়নের কাশিমপুর মাঠে নিহত সজীব তরফদারের নামাজে জানাজা
অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা
বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ন
আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা,খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ
শমসের আলী মোহন, জেলা বিএনপির সদস্য শেখ শাহেদ আলী রবি,সৈয়দ
নাসির আহমেদ মালেক, মেহেবুবুল হক কিশোর, বিএনপি নেতা মাহাবুবুর
রহমান টুটুল, ফকির তরিকুল ইসলাম, সরদার লিয়াকত আলী, এডভোকেট
আসাদুজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ হারুন আল রশিদ,
সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, জেলা জামাতের আমির মাওলানা
রেজাউল করিম, নায়েবে আমির এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি
জেনারেল এডভোকেট ইউনুস আলী, নিহত সজীব তরফদারের ভাই রাজিব তরফদার,
সোহেল তরফদার, তরফদার নিলুর রহমান সহ হাজার হাজার শোকার্ত মানুষ অংশ
গ্রহন করেন। জানাজা শেষে সজীবের মরদেহ পরিবারিক কবরস্থানে দাফন করা
হয়েছে। #Rj