জন জনস্বার্থে বাগেরহাটে বিআরটিএর অভিযান পরিচালনা করা হয়।
ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বাগেরহাট বিআরটিএ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়। শনিবার ( ৫ এপ্রিল) কেন্দ্রীয় বাস টার্মিনালে উক্ত অভিযান কালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ইমা পরিবহন কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান
পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান।এ
অভিযানে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ বাগেরহাট সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সবুজ ও মালিক সমিতির সদস্যবৃন্দ। এই অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এই ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বাগেরহাট বিআরটিএ সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক।
।