বাগেরহাটে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার
বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাদাবন সংঘ এর ব্যবস্থাপনায় জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট
জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় বাল্যবিবাহের কারণ গুলি তুলে ধরা হয় এবং তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রান্তিক পর্যায়ে বাল্যবিবাহ রোধে কর্মরত বাদাবন সংঘ এর কিশোরী দলের স্বেচ্ছাসেবকা তাদের কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শাহানা পারভীন এর সভাপতিত্ত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান , জেলা লিগালএইড কর্মকর্তা ইব্রাহিম খলিল মুহিম, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন মোঃ আশিকুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, পাবলিক প্রসিকিউটর এস এম মাহবুব মোর্শেদ লালন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা সহ জেলার চারটি উপজেলায় কর্মরত বাদাবন সংঘের কিশোরী দলের স্বেচ্ছাসেবকরা এতে অংশ নেয়। বাদাবন সংঘ নামে একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান এর আয়োজন করে।