প্রাক্তন ফুটবলার কবির মাহমুদ আমাদের মাঝে আর নেই ,দৈনিক ঢাকা টাইমস এর বাগেরহাট প্রতিনিধি ও
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান এর মেজ ভাই প্রাক্তন ফুটবলার কবির মাহমুদ( পান্না )(৫৮) হৃদরোগ আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় রাতে তিনি মৃত্যুবরণ করেন।
সোমবার দুপুরে (২৪জুন) তার নিজস্ব বাসভবনে বাগেরহাট পৌর শহরে হারিখালি নামাজের জানাযার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় নামাজে জানাজারের উপস্থিত ছিলেন ‘বাগেরহাট উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মাসুম হাওলাদার, সাংবাদিক আরিফ আকুঞ্জি,
পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ ওয়াহিদুজ্জামান
মাওলানা জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।কবির মাহমুদ( পান্না )মৃত্যুকালে তার স্ত্রী ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।