বাগেরহাটে প্রতিবন্ধীদের সুরক্ষায় করণীয় বিষয়ে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক
,
বাগেরহাটে প্রতিবন্ধীদের সুরক্ষায় করণীয় বিষয় ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা নাহাব এর আয়োজনে
সোমবার (১৮ নভেম্বর) সকালে শহরের দশানীস্থ ধানসিড়ি হোটেলের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম আরিফ,বাগেরহাট সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন রূপান্তরের ফোকাল পার্সন শিল্পী আক্তার।
উক্ত প্রশিক্ষণে শিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ফরিদুল ইসলাম ও ইফতেখার হাসান।
প্রশিক্ষণে মূল ধারণাপত্র উপস্থাপন করে সিডিডি উপ পরিচালক ব্রোজা গোপাল সাহা।
এসময় উপস্থিত ছিলেন নাহাবের সমন্বয়কারি মোঃ রওশন আলী। এ প্রশিক্ষণে ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। #আর,জি