বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ০৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের পুরাতন জেলখানা রোডস্থ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের স্কুল প্রাঙ্গণে খন্দকার জহুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব খন্দকার নাজমুল হকের সহযোগিতায় ঈদ সামগ্রিক বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পাল, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক পারভিন আক্তার, সানজিদা খানম, এ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন, শেখ আসাদুজ্জামান, সাংবাদিক সেখ সাকির হোসেন সহ ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অত্র প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণে বুদ্ধি প্রতিবন্ধীরা ঈদের সামগ্রী পেয়ে দারুণ খুশি।