।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী ও একজন ভ্যানযাত্রীর নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কাহালপুর এলাকার সাগর ফিলিং স্টেশনের কাছে খুলনা-মাওয়া মহাসড়কে মাত্র ২ ঘন্টার ব্যবধানে পৃথক পৃথক গাড়ির চাপায় তাঁদের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের রেখেছে। নিহতদের মধ্যে মটরসাইকেল আরোহী আসাদ শেখ (২৮) খুলনা যুগীহাটি এলাকার সাদেক সেখের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার সকালে আসাদ শেখ একটি ডিসকভারী মটরসাইকেল চালানো আবস্থায় উক্ত স্থানে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় রাস্তার পাশেই ছিটকে পড়ে। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আসাদ শেখ কে মৃত অবস্থায় উদ্ধার করে। মোল্লাহাট থানার ওসি মোঃ আশরাফুল আলম জানান, স্থানীয় মা ফিলিং ষ্টেশনের পাশে অজ্ঞাত যানবাহনের চাপায় আসাদ শেখ নামের একজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আসাদ কে মৃত অবস্থায় উদ্ধার করে এবং মটরসাইকেলটি হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনার পর থেকে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। স্থানীয়দের বরাতে মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ঢাকার দিকে যাওয়া অজ্ঞাত একটি যান কাহালপুর এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর পরে সকাল পৌনে ১০টার দিকে একই এলাকার দুইশত গজ দূরে সাগর ফিলিং স্টেশনের সামনে অপর একটি বাসের চাপায় একজন ভ্যান যাত্রী নিহত হয়েছেন। ভ্যান চালকের নাম পরিচয় এখনও সনাক্ত হয়নি।#az