বাগেরহাটে নাশকতা মামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদ ও সহ -সাধারণ সম্পাদক লায়ন জিয়াউর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা কর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার (১৮ মার্চ) দুপুরে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক মোঃ ওসমান গনি।
কারাগারে প্রেরিত নেতারা হলেন, যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদ ও সহ -সাধারণ সম্পাদক লায়ন জিয়াউর রহমান, মোল্লাহাট উপজেলা যুবদলের আহবায়ক মুরাদ হোসেন চৌধুরী, আসলাম মোল্লা, রিপন শেখ ওরফে ফোরকান, শরিফুজ্জামান শিমুল, মাইনুল শরীফ, হাসান শেখ, রুবেল মোল্লা, আত্তাব শেখ, কামরুল শিকদার, জিয়া শেখ ও রিয়াজুল ইসলাম।
আসামী পক্ষের আইনজীবী মোঃ মোস্তফা কামাল মাসুম বলেন, মোল্লাহাট থানার একটি নাশকতা মামলায় উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আদালতের প্রতি শ্রদ্ধা রেখে জেলা যুবদলের সাবেক সভাপতি ও সহ -সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত আমাদের জামিন আবেদন না-মঞ্জুর করেন। rj