বাগেরহাটে নারী উদ্যোক্তাদের জন্য মৌলিক অর্থ ব্যবস্থাপনা বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত।
উত্তরণ মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে, এস কে ফাউন্ডেশন এর পরিচালনায়, জয়িতা ফাউন্ডেশন ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক সাহেলা পারভীন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকারে ত্বরণ মহিলা উন্নয়ন সংস্থার মিলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্বর
মহিরা উন্নয়ন সংস্থার সভাপতি মাসরুরা খানম। এ সময় বিশেষ অতিথি হাসাবে বক্তৃতা করে এস কে ফাউন্ডেশনের সভাপতি সুমাইয়া পারভিন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ৩০ জন নারী উদ্যোক্তাকে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।