বাগেরহাটে ২ দিন ব্যাপি জেলা পর্যায়ে দূর্যোগ ব্যবন্থাপনা কমিটির
সদস্যবৃন্দ ও ঝুকি হ্রাস সংযুক্ত নারী সদস্যদের এনওডি কার্যকরীকরন বিষয়ক
প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোম ও মঙ্গলবার (১০-১১ ফেব্রæয়ারি)
রূপান্তর ও নাহাবের যৌথ আয়োজনে শহরের ধাঁনসিড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট এর
সম্মেলন কক্ষে এ প্রশি¶ণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশি¶ণের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক
আহমেদ কামরুল হাসান। নাহাবের রওশন আলী ও রুপান্তরের শিল্পী আক্তারের
সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং অতিরিক্ত
জেলা প্রশাসক মো: তানভীর ইসলাম এবং এডিপিসি’র প¶ে মো: আনিছুর রহমান।
প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষন প্রদান করেন রুপান্তরের প্রশ¶িক মোরশেদা
খাতুন দিলারা। প্রশি¶ণে অংশগ্রহণ করেন জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি
দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সিপিপি প্রতিনিধি, সুশিল সমাজের
পতিনিধিরা।#