বাগেরহাটের ফকিরহাটে তুলা কারখানা আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে অন্তত এক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক দাবি করেছেন। রোববার রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা এলাকার নিয়ামুল এন্টারপ্রাইজ নামের তুলা কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ।
ফকিরহাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা (এসও) মো. শাহজাহান মিয়া সকালে বলেন, ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা এলাকার নিয়ামুল এন্টারপ্রাইজ নামের তুলা কারখানায় আগুন লাগার খবর পেয়ে বাগেরহাট ও খুলনার চারটি ইউনিট সেখানে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে চারটি ইউনিটকে বেগ পেতে হয়েছে। আগুন নেভাতে নেভাতে ছড়িয়ে পড়া আগুনে তুলা কারখানাটির উৎপাদিত তুলা পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে কারখানা মালিকের প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে মালিক পক্ষ দাবি করছেন। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।#ap