বাগেরহাটে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে তরুণ-প্রবীনদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহরের মিঠাপুকুরে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম। জেলা পর্যায়ে তারুণ্যের উৎসব-এর সমাপনীতে গতকাল সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।”
“সাঁতার প্রতিযোগিতায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের ৫৭ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় বালক অনূর্ধ্ব -১২, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব -১৭ ও উন্মুক্ত পুরুষ, বালিকা উন্মুক্ত এবং ৫০ উর্ধ্ব পুরুষদের মুক্ত সাতার, চিৎ সাঁতার, বুক সাঁতার ও প্রজাপতি সাঁতারসহ মোট ২১টি ইভেন্টে ৬৩টি পদকের জন্য প্রতিদ্ব›িদ্বতা করে। সাঁতারুদের নিরাপত্তার জন্য ফায়ার সার্ভিসের সরব উপস্থিতি ছিল। দীর্ঘদিন পরে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুশি সাঁতারুরা।”
সাঁতারু মোঃ সিয়াম খান বলেন, দীর্ঘদিন পরে বাগেরহাটে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণ করতে পেরে আমরা খুশি। আমাদের অনেক সতীর্থরা অংশগ্রহণ করেছে। মাঝে মাঝে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করলে কিশোর ও যুবকরা মাদক থেকে দূরে থাকবে। পঞ্চাশোর্ধ সাঁতারু মোঃ ইউসুফ বলেন, ছোট বেলায় অনেকবার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। অনেক পুরস্কার পেয়েছি। আজ আবারও সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। পঞ্চাশোর্ধ সাতার প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছি। এই ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে।”
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ মোঃ শামীম হোসেন, যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের ও খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ মাহাবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া নেজারত ডেপুটি কালেক্টর তারেক রহমান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটব্রন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ২৯টি শুধু ক্রীড়া প্রতিযোগিতা করছে। এছাড়াও আরও বহু আয়োজনের মাধ্যমে প্রায় দু’মাস বাগেরহাট জেলায় উৎসব পালিত হয়েছে। সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন সাঁতার কোচ ও বিচারক যতীন্দ্রনাথ বিশ্বাস, স্বপন কুমার বিশ্বাস ও অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সাঁতার প্রতিযোগিতায় সতীর্থ সুইমিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।”SMK