বাগেরহাট জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে দুই দিন
ব্যাপি তথ্যমেলার উদ্ভোধন ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট ¯^াধীনতা উদ্যানে এ মেলার উদ্বোধন
করেন বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।
পরে মেলায় আগত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন
জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিরা।
পরে সনাক, বাগেরহাটের সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসুর সভাপতিত্বে ‘তথ্য
অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সবার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল
আহসান।
প্রধান অতিথি তথ্য অধিকার আইন বাস্তবায়নের কৌশল সম্পর্কে অবহিত করেন।
এছাড়া কীভাবে সহজে তথ্য পাওয়া যায় এবং কি কি তথ্য নাগরিকরা পেতে পারেন,
সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো.
আছাদুজ্জামান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, সনাক সদস্য
অ্যাডভোকেট শাহ্ আলম টুকু, সদর উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বখসি প্রমুখ।
তথ্যমেলায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল, পাসপোর্ট অধিদপ্তর,
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমাজসেবা অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড
(পাউবো)-সহ ২৬টি সরকারি-বেসরকারি দপ্তর অংশ নেয়। দপ্তরগুলো তাদের সেবার
তালিকা, সেবামূল্য ও সহজে পাওয়ার পদ্ধতি সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা
রয়েছে।#