বাগেরহাটে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর সাথে বাগেরহাটে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আইনশৃংখলা, পর্যটন শিল্পের বিকাশসহ বাগেরহাট জনপদের উন্নয়ন এবং শিক্ষার উপর আগামীর পথনির্দেশনা মুলক আলোচনা করেন। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বাগেরহাটের উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, স্থানীয় সারকারের উপপরিচালক ডা. মো, ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ^াস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।