বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্টের অধীনে পরিচালিত সদর উপজেলাার ফতেপুর এতিমখানা ও
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংশের হাত থেকে রক্ষা ও নতুন করে চালুর
দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৫ এপ্রিল) বিকালে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে
উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল
ইসলাম, সরদার ওহিদুল ইসলাম পল্টু, বিএনপি নেতা শরীফ মোস্তফা জামান লিটু,
পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট হিেিরাক মীনা, স্থানিয় ইউনিয়ন
বিএনপির সভাপতি আকরামুজ্জান রিক্ত, সাধারন সম্পাদক রানা, হাও. আবু বক্কর
সিদ্দিক, শ্রমিক নেতা মোফাজ্জেল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জিয়া অর্ফারেজ ট্্রাস্ট বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি
ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে বিএনপি সরকারের সময়ে বেশ কিছু
দাতব্য সংস্থা চালু করা হয়। বিএনপি সরকারের (১৯৯১-১৯৯৬) আমলে সোনালী
ব্যাংকের রমনা শাখায় “প্রধানমন্ত্রীর এতিম তহবিল” নামে একটি হিসাব চালু
করা হয়।