মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
Notice :

বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি: / ১৬৬ বার
আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন



বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে জেলা মহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভার সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জনিয়িার এটিএম আকরাম হোসেন তালিম।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়কারী এম এ সালাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা শেখ সাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, হাদিউজ্জামান হিরো, সরদার ওয়াহিদু জ্জামান পল্টু, লুনা গাজী, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, মহলিাদল নেত্রী তাসলিমা বেগম, এ্যাডভোকেট মেহেরুনেচ্ছা, কামরুনাহার রুনু, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ মেরী, প্রমুখ।
সভায় প্রধান বক্তা বলেন ফ্যাসিবাদী সরকারের অত্যাচারিত শাসক শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে এই বাংলার মাটিতে স্বৈরাচারী হিসেবে আখ্যায়িত হয়ে জনরোষানলে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ভারতে বসে বিদেশি প্রভুদের নিয়ে বাংলাদেশের মাটিতে রেখে যাওয়া দাসদের নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন হাসিনা। এই ষড়যন্ত্রকে আপামর সাধারণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
আলোচনা সভা শেষে বন্যায় নিহত ও ছাত্রজনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাসহ বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের সার্বিক সুস্থতা কামনা করেন।”rj


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর