বাগেরহাটে ঘুর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাগেরহাট গ্রীন লায়ন্স ক্লাব।
শনিবার (১ লা জুন) সকালে বাগেরহাট জেলা পরিষদের অডিটরিয়ামে এ খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাস মহা:খালিদ হোসেন।
ক্লাবের প্রেসিডেন্ট আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ইমিডিয়েট ফাস্ট প্রেসিডেন্ট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ভাইস প্রেসিডেন্ট মনি মল্লিক, সাধারণ সম্পাদক কাজী আলী আরশাফ টিটো, চাকলাদার নজরুল ইসলাম, আলমামুন প্রমূখ।
খাদ্য প্যাকেজে ৫০০ পরিবারকে ৫কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবন, ১লিটার তেল, ২ কেজি চিড়া, ২ কেজি গুড়, ঔষধ ও পানি শোধন ট্যাবলেট এবং ৫লিটারের একটি পানির ক্যান।#rj