শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
Notice :

বাগেরহাটে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি।উত্তাল

বাগেরহাট প্রতিনিধি: / ৭৭ বার
আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

২০২৫ বাগেরহাটের বিভিন্ন সড়ক-মহাসড়কের পাশের গাছে লোহার পেরেক মেরে সাইন বোর্ডসহ নানা ধরনের প্রচারসামগ্রী ঝুলিয়ে রাখা হয়েছে। মানুষ তাদের প্রচারসামগ্রী ঝুলিয়ে রাখার জন্য এই গাছকে বেছে নিয়েছে। কোনো ধরনের বাধা বা নির্দ্বিধায় পেরেক মেরে গাছ মারছে তারা।

বুধবার বাগেরহাট কালেক্টরেটর চত্বরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. ফকরুল হাসান একটি নারকেলগাছ থেকে পেরেক অপসারণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। বাগেরহাট জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগ গাছ সুরক্ষা পেরেক অপসারণ কর্মসূচি বাস্তবায়ন করে।দিনভর এ কর্মসূচিতে আরও উপস্থিতি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জি এম রফিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিদুর রহমান ও রোবার স্কাউট প্রফেসর বুলবুল আহমেদ প্রমুখ।

বন কর্মকর্তা রফিক জানান, বুধবার থেকে সারা দেশে একযোগে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি শুরু হয়েছে।

আগামী ২৬ মার্চ পর্যন্ত সামাজিক বন বিভাগ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় সড়ক-মহাসড়কের পাশে থাকা গাছ থেকে পেরেক অপসারণ করা হবে। একই সঙ্গে মানুষ যাতে গাছে পেরেক না মারে সেই জন্য সচেতন করা হচ্ছে।
জানা গেছে, বাগেরহাটের বিভিন্ন সড়ক-মহাসড়কের পাশে থাকা নানা প্রজাতির ছোট-বড় হাজার হাজার গাছে বিভিন্ন সময়ে পেরেক মেরে সাইন বোর্ড, প্যানাসহ নানা ধরনের প্রচারসামগ্রী স্থাপন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে চিকিৎসক, কোচিং সেন্টার, দিবস উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা, বিভিন্ন পণ্যের প্রচার করতে নানা রঙের প্রচারসামগ্রী লোহার পেরেক মেরে গাছে গাছে স্থাপন করা হয়।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোনো কোনো গাছে কমপক্ষে ছোট-বড় ১৫ ধরনের প্রচারসামগ্রী পেরেক মারা আছে। পেরেক মারার কারণে গাছ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন সময় পরিবেশবিদ এবং সামাজিক সংগঠন গাছে পেরেকে মারা বন্ধ করার দাবি জানিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর