বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সদরের উত্তর সরালিয়া এলাকায় ঘরে
থাকা কীটনাশকপানে মেহেদী শেখ (১৮) নামের একজন তরুন আত্মহত্যা
করেছে। শনিবার সকালে মোড়েলগঞ্জ থানা পুলিশ মেহেদীর মৃতদেহ উদ্ধার
করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন
করেছে। মেহেদী উত্তর সরালিয়া গ্রামের মৃত দুলাল শেখের ছেলে। স্থানীয়রা
ও মেহেদীর পরিবার জানায়, শুক্রবার রাতে পরিবারের সাথে খাবার থেকে
মেহেদী তার দাদীর ঘরে ঘুমাতে যায়। রাত আড়াইটার দিকে মেহেদী
অসুস্থতা প্রকাশ করে এবং তার দাদীকে বলে সে চাউলের পোকা দমনের
ওষুধ সেবন করেছে। এ অবস্থায় ওই রাতেই তাকে মোড়েলগঞ্জ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে ভর্ত্তি করা হয়। এখানে চিকিৎসাধিন
অবস্থায় ভোররাতে মেহেদী মৃত্যুর কোলে ঢলে পড়ে। লাশের সুরতহাল
রিপোর্ট প্রস্তুুতকারী মোড়েলগঞ্জ থানার এসআই শিবলী সাদিক বলেন,
কীটনাশক পানে আত্মহত্যার খবর পেয়ে শনিবার সকালে মেহেদীর বাড়ী
থেকে লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করাসহ ময়না
তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা
হয়েছে। আর আত্মহত্যার কারন জানা যায়নি। এ ঘটনায় থানায়
প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।#