বাগেরহাটে এলজিইডির সড়ক রক্ষনাবেক্ষনের
কাজ করে ৪০০ জন নারী জীবিকা নির্বাহ করেন
বাগেরহাট এলজিইডির অধীনে সড়ক রক্ষনাবেক্ষন কর্মসুচীতে কাজ
করছেন ৪ শতাধিক দরিদ্র নারী। অসহায় ও দূঃস্থ পরিবারের এ নারীরা রাস্তার
দুই পাশে মাটি দিয়ে রাস্তা টেকসই করার কাজটি করে থাকেন। প্রকল্প
থেকে মাসিক বেতন পেয়ে তাদের সংসার চলছে এবং স্বাবলম্বি হচ্ছেন
এসব নারীরা। ”অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই
প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তজার্তিক নারী দিবস- ২০২৫ উপলক্ষে
বাগেরহাট এলজিইডি প্রাঙ্গনে শনিবার সকালে র্যালী ও আলোচনা সভা
করা হয়েছে। এ দিবস উপলক্ষ্যে প্রকল্পের নিয়োগ পাওয়া নারীদের সমন্বয়ে
বর্নাঢ্য র্যালী শেষে নারী দিবসের বিষয় নিয়ে আলোচনা করেন বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী
মোঃ শরিফুজ্জামান
, এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ মশিউর
রহমান, সহকারী প্রকৌশলী নীতিশ চন্দ্র গাইন, মেহেদী হাসান. উপ-
সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় অংশ
নিয়ে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার বিধবা মাজেদা বেগম
বলেন, এলজিইডির মাধ্যমে এ কর্মসংস্থানের সুযোগ পেয়ে আমি
আমার ৩ মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছি। প্রকল্প কাজের মেয়াদ পর্যন্ত
বেতনের একটি অংশের টাকা নিচ্ছি এবং বাকীটা প্রকল্পে জমা রাখছি
ভবিষ্যত আর্থিক নিরাপত্তার জন্য। বাগেরহাট জেলা শহরতলীর খ্রীষ্টান
পল্লীতে অস্থায়ী বসবাসকারী আশা খাতুন বলেন ২ ছেলেসহ আমাকে
রেখে আমার স্বামী পালিয়ে গেছে। এরপর এলজিইডির সড়ক রক্ষনাাবেক্ষনের
প্রকল্পের কাজ নিয়ে আমি ২ সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছি, তাদের
মানুষ করার চেষ্টা করছি। নারী দিবসের এ র্যালীতে এসে অনুরুপ কথা
বলেন সাধনা রানী বিশ্বাস, সোনাই সরদার, রোকেয়া বেগম ও আরতি
রানী। প্রসঙ্গতঃ এলজিইডির আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক
রক্ষনাবেক্ষন কর্মসুচীতে বাগেরহাট জেলার ৯ টি উপজেলার ৭৫টি
ইউনিয়নে ৩ মেয়াদে ১৫ যাবৎ ৭৫০ জন দুঃস্থ নারী কাজ করে স্বাবলম্বি
হয়েছেন। #